মণিপুর (Manipur) ভারতের অংশ নয়। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর এখনও মণিপুর যাওয়ার সময় হল না। মঙ্গলবার সংসদে দু-একটা গোলা ছোড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মণিপুর নিয়ে অনাস্থা আলোচনা অংশ নিয়ে মোদীর বিরুদ্ধে বোমা ফাটালেন তিনি।
তাঁর মতে, নিজের দম্ভে ভুগছেন প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীকে অহঙ্কারী রাবণের সঙ্গে তুলনা করলেন ওয়াইনাডের সাংসদ। দাবি করলেন হনুমান নয়, লঙ্কা পুড়েছিল রাবণের দম্ভে। মেঘনাদ ও কুম্ভকর্ণের কথা শুনতেন রাবণ। আর প্রধানমন্ত্রী অমিত শাহ আর আদানির কথা শুনে চলেন। রাহুলের এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানায় শাসক দল। অনাস্থা আলোচনার মধ্যেই সভা উত্তাল হয়।
আরও পড়ুন : মোদীকে অপছন্দ করে গোটা দেশ, সংসদে দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়ের
গত সোমবারই সাংসদ পদ ফিরে পেয়েছিলেন। সে কারণে এদিন লোকসভায় এসেই ধন্যবাদ জানান স্পিকার ওম বিড়লাকে। অনাস্থা বিতর্ক শুরুর আগে জানিয়ে দেন, খুব বেশি আক্রমণ করবেন না। নেবেন না আদানির নাম। কিন্তু মুখ খুলতেই এদিন রাহুলকে গোলা ছুড়তে দেখা গেল। তাঁর ভিতর থেকে যেন বেরিয়ে এল এতদিন তাঁকে সংসদে ঢুকতে না দেওয়ার ক্ষোভ।
তাই মণিপুরকে হাতিয়ারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দেশে কেরোসিন তেল ছড়ানোর অভিযোগ করলেন। নিজের এই মন্তব্যে বোঝাতে চাইলেন গোটা দেশকে জ্বালানোর চেষ্টা করছে বিজেপি। আর এই প্রসঙ্গেই তিনি রাবণের সঙ্গে তুলনা টানলেন প্রধানমন্ত্রীর। তিনি জানান, ‘‘লঙ্কাকে হনুমান জ্বালায়নি। রাবণের অহঙ্কার জ্বালিয়েছিল। রাবণকে রাম হত্যা করেননি, তাঁর অহঙ্কারই তাঁকে মেরেছিল। মোদীও সেরকমই গোটা দেশে কেরোসিন ছড়াচ্ছেন।’’