হিংসা দিয়ে কোনও দিন কিছু জয় করা যায় না। তাই হিংসার পথ ছেড়ে অহিংস ভাবে লড়াই করতে হবে। কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভকারীদের এই বার্তা কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর। কোভিড আক্রান্ত হয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি তিনি। শুক্রবার হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থা একটু খারাপ হয়। কিন্তু শনিবার হাসপাতাল থেকে এই বার্তা দিয়ে সনিয়া বুঝিয়ে দিলেন অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় প্রায় গোটা যা হচ্ছে, তা তাঁর চোখ এড়ায়নি। এই আন্দলোনে কংগ্রেসের সমর্থনের কথা নিজের বার্তায় তুলে ধরেন সনিয়া। একইসঙ্গে বিক্ষোভকারীদের প্রতি তাঁর প্রতিশ্রুতি, এই প্রকল্প প্রত্যাহারে সরকারের উপর চাপ সৃষ্টি করবে কংগ্রেস। এদিন কংগ্রেস সভানেত্রীর এই বক্তব্যকে টুইট করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সনিয়ার অভিযোগ, মোদী সরকারের এই প্রকল্প দিশাহীন।
রাজনৈতিক মহলের দাবি কৃষি আইনের পর থেকেই সরকারকে কোণঠাসা করতে বিরোধীরা হাতিয়ার খুঁজছিল। অগ্নিপথ প্রকল্প আপাতত তাদের অক্সিজেন দিল। তাই এদিন সকালেই মোদী সরকারকে এই ইস্যুতে কোণঠাসা করতে মাঠে নামেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কৃষি আইন প্রত্যাহারের উদাহরণ টেনে রাহুল দাবি করেন, দেশের মানুষের সঙ্গে আরও একবার প্রতরণা করছে মোদী সরকার। কৃষি আইন যেমন প্রত্য়াহার করতে হয়েছিল, তেমনই এই অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে তাঁর কটাক্ষ, অগ্নিবীর নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাফিবীর হতে হবে।
বিরোধীদের দাবি, এই প্রকল্প চালু হলে ভারতীয় সেনার সম্মান এবং শক্তি, দুই হারাবে। তাই এই প্রকল্প অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তবে, মুখে এই বিক্ষোভে সমর্থনের কথা বললেও এখনও কোনও রাজনৈতিক দল এর প্রতিবাদে কোনও কর্মসূচি ঘোষণা করেনি।