বঙ্গে কংগ্রেসের প্রার্থী তালিকা কবে ? মঙ্গলবারও সেই উত্তর পাওয়া গেল না। তারা এখানে একলা লড়াই করবে, নাকি বামেদের হাত শক্ত করবে, সেই উত্তরও স্পষ্ট করল না কংগ্রেস হাইকম্যান্ড। লোকসভা ভোটের দ্বিতীয় প্রার্থী তালিকায় উহ্যই থেকে গেল হেভিওয়েট প্রিয়াঙ্কা গান্ধীর নামও।
এদিন দিল্লিতে ছটি রাজ্য থেকে ৪৩ জনের নাম ঘোষণা করলেন অজয় মাকেন, কেসি বেণুগোপালরা। ওই তালিকায় উল্লেখযোগ্য নাম নকুল নাথ, গৌরব গগৈ, বৈভব গেহলতরা। এদিনের প্রকাশিত তালিকায় রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাতের মতো বড় রাজ্য গুলি থেকে প্রার্থীদের নাম।
যদিও বাংলায় আসন্ন লোকসভা ভোটে বাম-কংগ্রেসের জোট কোন পথে তা নিয়ে প্রশ্ন এখনও রয়ে যাচ্ছে। এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে কংগ্রেসকে চাপ দিয়েছে বামেরা। আবার এই জোটে শরিক হয়ে যাদবপুরের দাবি জানিয়েছে আইএসএফ।