রাজ্যসভা নির্বাচনে কর্নাটকের তিনটি আসন নিজেদের দখলে রাখল রাজ্যের শাসকদল কংগ্রেস। একটি আসন গেল বিজেপি-জেডিএসের জোটের দখলে।
উল্লেখ্য, এই রাজ্যের চারটি আসনের মধ্যে কংগ্রেসের তিনটি এবং প্রধান বিরোধী দল বিজেপির একটিতেই জেতার কথা ছিল। কিন্তু, সেই হিসেবকে দোলাচলে রেখেই অন্যতম বিরোধী দল জেডিএসের সঙ্গে জোট বেঁধে দু’টি আসনে লড়তে নেমেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু, সেখানকার ‘ক্রস ভোটিং’-এই আসনটিতে হেরে যায় পদ্মশিবির। কংগ্রেস প্রার্থীকে তাঁর নিজের ভোট দেন প্রভাবশালী বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী এসটি সোমশেখর গৌড়া। সোমশেখরের এই সিদ্ধান্তকে 'রাজনৈতিক আত্মাহিতি' বলে বিদ্ধ করেছেন বিরোধী শিবিরের নেতৃবৃন্দ।
কর্নাটক বিধানসভার আসন সংখ্যা ২২৪। এর মধ্যে একটি আসন খালি। কংগ্রেসের ১৩৪, বিজেপির ৬৬, জেডিএসের ১৯ জন বিধায়ক রয়েছেন। সর্বোদয় কর্নাটক পক্ষের ১, কল্যাণ রাজ্য প্রগতি পক্ষের ১ এবং ২ নির্দল বিধায়ক রয়েছেন কংগ্রেসের পক্ষে।