হাওড়ায় (Howrah) গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে সাসপেন্ড (congress mla suspended) করল দল। গাড়িতে রাখা টাকার উৎস কী তা জানতে তদন্ত শুরু করেছে সিআইডি ও হাওড়া পুলিশ।
শনিবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলা মোড়ে এক গাড়ি থেকে ৪৯ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। সেই গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। পুলিশ টাকা উদ্ধার করার পাশাপাশি তিন বিধায়ক সহ মোট পাঁজজনকে আটক করেছে। বিধায়কদের দাবি, তাঁরা বড় বাজার থেকে শাড়ি কেনার জন্যে টাকা এনেছিলেন। সেই শাড়ি আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়খণ্ডের গ্রামীণ অঞ্চলে বিলি করার কথা। এদিন তাঁরা পূর্ব মেদিনীপুরের মন্দারমনি যাচ্ছিলেন, তখনই আটক করা হয় গাড়িটি। বিধায়কদের এই দাবি পুলিশের কাছে বিশেষ বিশ্বাসযোগ্য মনে হয়নি। তাঁদের দফায় দফায় জিজ্ঞেসাবাদ করছেন সিআইডি ও জেলা পুলিসের অফিসাররা। খতিয়ে দেখা হচ্ছে বিধায়কদের তাঁদের মোবাইল ফোনের কললিস্ট।
India Vs Pakistan:মরণ বাঁচনের ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করল ভারত
এই ঘটনায় ইতিমধ্যে ঝাড়খণ্ডের ওই তিন কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি, রাজেশ কশ্যপ এবং নমন বিকশল কোঙ্গারিকে সাসপেন্ড করেছে দল।