রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ হাওয়ার দাবিতে শুক্রবারই রাজনৈতিক যুদ্ধের ঘোষণা করেছিল কংগ্রেস । এবার সারা দেশব্যাপী আন্দোলনের ঘোষণা করল কংগ্রেস । সোমবার থেকে এই আন্দোলন শুরু করবে তারা । সেইসঙ্গে যে বিরোধী দলগুলি (Opposition Parties) রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের একজোট করার বিষয়েও পরিকল্পনা নিয়েছে কংগ্রেস (Congress Protest) ।
শুক্রবার লোকসভায় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পরই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা দিল্লির সদর দফতরে আসেন এবং আলোচনায় বসেন । সেই বৈঠকেই দেশজুড়ে আন্দোলনের সিদ্ধান্ত নেয় কংগ্রেস ।
আরও পড়ুন, Nabanna : রাজ্যের ১০ সরকারি আধিকারিককে বদলির নির্দেশ, ডিএ আন্দোলনে সামিল হওয়ার জের ?
কংগ্রেসের সাধারণ সচিব জয়রাম রমেশ বলেন, "আদানি ইস্যু, সরকারের বিদেশ নীতি ও চিনের অনুপ্রবেশের মতো বিষয়গুলিতে মোদী সরকারের নীরব থাকা নিয়ে রাহুল গান্ধী বারবার সরব হয়েছেন । তারই ভিত্তিতে পরিকল্পনা মাফিক তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে । আমরা এর প্রতিবাদে দেশের প্রতিটি কোণে গিয়ে বিক্ষোভ দেখাব ।