বিজেপিকে(BJP) আটকাতে পারে একমাত্র কংগ্রেস(Congress)। রবিবার উদয়পুরে চিন্তন শিবির থেকে বিজেপি বিরোধিতায় এভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। পাশাপাশি, তৃণমূল(TMC) সহ আঞ্চলিক দলগুলির প্রতি রাহুলের বার্তা, 'আঞ্চলিক দলগুলির নিজস্ব পরিসর রয়েছে। কিন্তু তাদের পক্ষে বিজেপিকে হারানো সম্ভব নয়। কারণ তাদের কোনও মতাদর্শই নেই। রাহুলের দাবি, একমাত্র কংগ্রেসই পারে বিজেপিকে হারাতে।
বিজেপির(BJP) বিরুদ্ধে কংগ্রেসের লড়াই করার ক্ষমতা নেই। এর আগে এই ইস্যুতে বারবার সুর চড়িয়েছে আঞ্চলিক দলগুলি। গোয়া(Goa), ত্রিপুরায়(Tripura) তৃণমূলের লড়তে যাওয়ার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রধান যুক্তি ছিল, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ঠিক মতো লড়াই করতে পারছে না।
কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গানা রাষ্ট্র সমিতির(TRS) বক্তব্য ছিল, কংগ্রেসের এখন আর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি নেই। কংগ্রেসের অন্দরেও দাবি উঠেছে, পশ্চিমবঙ্গ(West Bengal), তেলঙ্গানা(Telengana), অন্ধপ্রদেশের(Andhra Pradesh) মতো রাজ্যে কংগ্রেসকে আঞ্চলিক দলের নেতৃত্ব মেনে নিতে হবে। প্রশান্ত কিশোরও(Prasant Kishore) কংগ্রেসকে একই পরামর্শ দিয়েছিলেন।
রবিবার তৃণমূল, টিআরএস(TRS), ওয়াইএসআর কংগ্রেসের(YSR Congress) মতো আঞ্চলিক দলকে পাল্টা নিশানা করে রাহুল গান্ধী বললেন, বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলি লড়াই করতে পারবে না। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসই নেতৃত্ব দেবে। রাহুল বলেন, 'এটা বিজেপি-আরএসএসের মতাদর্শের সঙ্গে কংগ্রেসের মতাদর্শের লড়াই।'