কেরলে চলছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জাতীয় সম্মেলন। এই সম্মেলনে পোস্টারে একটি ছবিই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। শুধু তিরুবনন্তপুরম নয়, সেই আলোচনাতে দিল্লিতেও। সিপিএমের নারী সংগঠনের এই জাতীয় সম্মেলনে সম্মান জানানো হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীয় প্রয়াত বেনজির ভুট্টোকে। আর তাতেই দেশদ্রোহীতার অভিযোগ তুলেছে বিজেপি। কংগ্রেসের প্রশ্ন, পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তুলে ধরা হল। তাহলে কেন বাদ দেওয়া হল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ? সিপিএমের নারী সংগঠন অবশ্য দুই সমালোচনাই ভিত্তিহীন বলে উড়িয়ে দিল।
গত বৃহস্পতিবার সিপিএমের মহিলা সংগঠনের হোর্ডিংয়ে বেনজিরের ছবিকে প্রকাশ করেছে বিজেপি। কেরল বিজেপির মুখপাত্র সন্দীপ বাচস্পতির অভিযোগ, ‘‘এটা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি, যিনি ভারতের বিরুদ্ধে ১,০০০ বছরের যুদ্ধের ঘোষণা করেছিলেন। বর্তমানে সিপিএমের মহিলা সংগঠনের জাতীয় সম্মেলেন এই ধরনের হোর্ডিং দেখা যাচ্ছে। বিশ্বাসঘাতক ও অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সতর্ক থাকুন।’’
যে হোর্ডিংয়ে বেনজিরের ছবি ব্যবহার করা হয়েছে, তাতে লেখা হয়েছে, প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি। তাঁকে যে জীবিতকালে হাভার্ড বিশ্ববিদ্যালয়-সহ পৃথিবীর ৯টি বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডিলিট প্রদান করেছিল, তারও উল্লেখ করা হয়েছে।