ফের মধ্যবিত্তের হেঁশেলে চাপ পড়ল। বেড়ে গেল রান্নার গ্যাস (১৪.২ কেজি) দাম (Cooking gas price hike)। শুক্রবার মধ্যরাতে ৫০ টাকা বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম (Cooking gas price hike)। ফলে, এখন থেকে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে গেলে গুনতে হবে ১০২৬ টাকা। ইতিমধ্যেই, খাদ্য, ওষুধ সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় (Cooking gas price hike) মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার অবস্থা। টান পড়েছে রোজগারেও। এর মধ্যেই ফের রান্নার গ্যাসর দাম বৃদ্ধি তাদের কপালের ভাঁজকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছে ওয়াকিবহালমহল।
আরও পড়ুন: যাত্রী স্বাচ্ছন্দ্যে আরও কড়া ডিজিসিএ, যাত্রী প্রত্যাখ্যানে বড় জরিমানা বিমান সংস্থাগুলির
ইউক্রেন-রাশিয়া (Russia Ukraine war) যুদ্ধের জেরে বিশ্ব বাজারে অশোধিত তেল ব্যারেল পিছু ১০০ ডলারের উপরে বেশ কিছু দিন ধরেই। প্রায় চার মাস স্থির থাকার পরে পাঁচ রাজ্যে ভোট শেষ হওয়ার অব্যবহিত পরেই ২২ মার্চ থেকে লাগাতার কিছু দিন দাম (Cooking gas price hike) বাড়তে থাকে পেট্রল ও ডিজ়েলের। নজিরবিহীন গতিতে কলকাতায় লিটারে পেট্রল বাড়ে ১০.৪৫ টাকা আর ডিজ়েল ১০.০৪ টাকা। ২২ মার্চ এক লাফে ৫০ টাকা বেড়ে ৯৭৬ টাকা হয়েছিল।
তেল সংস্থার সূত্রে দাবি করা হয়, মে মাসে দেশে এলপিজি-র দাম বৃদ্ধির আশঙ্কা আগে থেকেই ছিল। মাস পয়লায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও বাড়িতে ব্যবহারের সিলিন্ডার বাড়েনি। এ বার সেই পথে হাঁটা হল বাজারের সঙ্গে তাল মেলাতে।