ফের দেশে নতুন করে মাথা তুলেছে করোনা ভাইরাস। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন সাব-ভেরিয়েন্ট JN.1-ও আক্রান্তের খবর মিলছে রোজই। গত ২৪ ঘণ্টায় , নতুন করে এই ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৯ জন। কর্ণাটক থেকে ৩৪ জন, মহারাষ্ট্র থেকে ৯ জন, গোয়া থেকে ১৪ জন, কেরালা থেকে ৬ জন, তামিলনাড়ু থেকে ৪জন এবং তেলেঙ্গানা থেকে ২ জন আক্রান্তের খবর মিলেছে।
Covid-JN.1: ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। মৃত্যু হয়েছে আরও ১ জনের। এখন সারা দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৪৮,৫০,০৯,২৪৮।