আফ্রিকার গাম্বিয়ায় ৬৬ জন শিশুমৃত্যুর ঘটনার পর ভারতীয় সংস্থা মেডেন ফার্মাসিউটিক্যালসের চারটি কাশির সিরাপ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। যা নিয়ে সরব হয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। প্রশ্ন তোলা হয়েছে, ওই কাফ সিরাপের গুণগত মান নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশ্নের পরেই তদন্ত শুরু করেছে কেন্দ্র। কিন্তু শুরুতেই বাধা পেল কেন্দ্রের এই তদন্ত। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিস্তারিত তথ্য না দেওয়ায় তদন্ত সম্ভব হচ্ছে না।
১৩ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে হরিয়ানার ওই কাফ সিরাপ উৎপাদনকারী সংস্থার বিরুদ্ধে তদন্ত কতটা এগিয়েছে জানতে চাওয়া হয়। তার উত্তরেই শনিবার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার প্রধান ভিজি সোমানি জানান, গাম্বিয়ার ৬৬ জন শিশুর মৃত্যুতে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে বিস্তারিত তথ্য দেয়নি। ফলে এগোনো যাচ্ছে না তদন্ত।
তিনি আরও জানান, টেকনিকাল এক্সপার্ট টিম গঠন করা হয়েছে। ওই টিম কাফ সিরাপের নমুনা পরীক্ষা পর্যালোচনা করবে। ইতিমধ্যেই তারা বিশ্ব স্বাস্থ্য় সংস্থার পাঠানো রিপোর্ট ও যাবতীয় তথ্য খতিয়ে দেখছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও পর্যন্ত গাম্বিয়ার শিশুদের চিকিৎসা ও ওষুধের ক্লিনিক্যাল বৈশিষ্ট্য সম্পর্কে যা তথ্য দিয়েছে তাতে ওই কোম্পানিকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যথেষ্ট নয়।