গণনার দিন বদল। গোটা দেশের সঙ্গে চার জুন গণনা হবে না উত্তর-পূর্বের দুই রাজ্য অরুণাচল প্রদেশ ও সিকিমে। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানাল জাতীয় নির্বাচন কমিশন। চার তারিখের বদলে এই দুই রাজ্যে ভোট গণনা হবে দোসরা জুন।
শনিবার লোকসভার পাশাপাশি চার রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছিলেন, দেশের সঙ্গে এই রাজ্যের বিধানসভা ভোটের গণনা হবে চার তারিখ।
৬০ আসনের অরুণাচলে বিধানসভার এক দফায় ভোট হবে ১৯ এপ্রিল। তার সঙ্গে লোকসভার ২টি আসনে ভোট হবে। ৩২ আসনের সিকিমে ভোট হবে একইদিনে। এদিন কমিশন জানিয়েছে, ওই দুই রাজ্য ছাড়া বাকি সব জায়গায় গণনা হবে চার জুন।