আজ কী বলবেন 'মিস্টার ব্যালট বক্স' ? দ্রৌপদী মুর্মু নাকি যশবন্ত সিনহা, কে হবেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি ? ঠিক হয়ে যাবে আজ সকাল ১১টার পর থেকেই। সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে আজ রাষ্ট্রপতি ভোটের গণনা হবে। গোটা প্রক্রিয়া পরিচালনা করবেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদী। তিনি এই গণনার মুখ্য রিটার্নিং অফিসার। রাজনৈতিক মহলের মতে, এ যাবৎ যত রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, তার সব কটির তুলনায় এবার রাষ্ট্রপতি ভোট একেবারেই আলাদা। বিশেষ করে, প্রথম আদিবাসী মহিলা হিসাবে এই নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে প্রথম চমক দেয় বিজেপি। উলটোদিকে খানিকটা পিছিয়ে থেকেই এবার শুরু করেছে বিরোধী শিবির। কারণ, একাধিক নাম প্রস্তাবের পরেই বিজেপির প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন নেতা যশবন্ত সিনহার নামেই সিলমোহর বসেছে। যাঁকে শেষ বেলায় সমর্থন জানিয়ে রাজনৈতিক মহলের দাবি, ভোট জমিয়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ।
কড়া নিরাপত্তার মধ্য়ে সংসদ ভবনের স্ট্রং রুমে রাখা আছে প্রতিটি রাজ্য বিধানসভার ব্যালট বাক্স। যা খোলা হবে এদিন সকাল ১১টায়। সরকারি ভাবে জানানো হয়েছে, প্রথমে গণনা হবে লোকসভা ও রাজ্যসভার সাংসদের ভোট। তারপর রাজ্যের পালা। সাংসদদের ভোট গণনা শেষ হলে প্রাথমিক ভাবে ফল ঘোষণা করবেন মুখ্য় রির্টানিং অফিসার। এরপর অক্ষরের ভিত্তিতে শুরু হবে প্রথম ১০টি রাজ্যের বিধানসভার গণনা। সরকারি সূত্রে জানানো হয়েছে, ২০টি রাজ্যের গণনার পর ফের একবার ফল ঘোষণা করা হবে। চূড়ান্ত ফল ঘোষণা করা হবে, পুরো ভোট গণনার পর।
২৪ জুলাই ভারতের রাষ্ট্রপতি হিসাবে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। কে হবেন রাইসিনার নতুন অতিথি ? তা জানতে অপেক্ষা আর কিছুক্ষণের।