প্রায় ১৫ বছর পর দিল্লি পুরসভা(Delhi Municipal Election 2022) হাতছাড়া বিজেপির(BJP)। রাজধানীতে সরকার গঠনের পর এই প্রথম পুরসভার দখল নিতে চলেছে আম আদমি পার্টি(AAP)। এখনও পর্যন্ত পাওয়া ফলাফল অনুসারে ২৫০ ওয়ার্ডের মধ্যে ১৩০টিরও বেশি ওয়ার্ডে এগিয়ে রয়েছে আপ(AAP win in Delhi Municipal Election 2022)। ফল হাতে পেতেই দিল্লির বিভিন্ন এলাকায় শুরু আপের বিজয়োল্লাস। ইতিমধ্যেই জয় সুনিশ্চিত বুঝে ঢাক-ঢোল নিয়ে রাস্তায় নেমে পড়েছেন সমর্থকরা। গোটা এলাকা জুড়ে উৎসবের মেজাজ। বাজি-পটকা ফাটিয়ে আসন্ন জয় উদযাপন করছেন আপ সমর্থকরা(AAP Supporters)।
প্রাথমিক গণনায় অনেকটা এগিয়ে গেছে কেজরিওয়ালের(Arvind Kejriwal) দল। আপাতত ২৫০ আসনের ১৩৫টিতে এগিয়ে রয়েছে। বিজেপি ১০২টি, কংগ্রেস ৪টি এবং অন্যান্যরা এগিয়ে ৪টি ওয়ার্ডে। ফলাফল হাতে পেতেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান জানান, ‘‘বিজেপির(BJP in Delhi Municipal Election 2022)) ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করেছেন মানুষ।’’ বিজেপির এই পরাজয়ে আপ সাংসদ(AAP MP) রাঘব চাড্ডা জানান, বিশ্বের সবচেয়ে বড় দল আম আদমি পার্টির(Aam Adami Party) কাছে হেরে গেছে। কারণ হিসেবে তাঁর মত, "মানুষ বিজেপিকে প্রত্যাখান করেছে।"
অন্যদিকে, দিল্লি পুরসভায় শোচনীয় ফল কংগ্রেসের(Congress in Deljhi Municipal Election 2022)। জাতীয় রাজনীতিতে বিজেপির(BJP vs Congress) প্রধান বিরোধী হিসেবে পরিচিতি এই দলের এই ফলাফলে সিঁদুরে মেঘ দেখছেন রাজনীতির কারবারিরা।