নতুন বছরের শুরুতেই করোনা বিধিতে (Covid-19 Guideline) বেশ কিছু পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে ১ জানুয়ারি জানান হয়েছিল, চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, দক্ষিণ কোরিয়া এবং জাপান এই দেশ থেকে আগত যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করে তবেই ভারতে আসতে হবে।
সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ওই ৬টি দেশ ছুঁয়ে আসা বিমানে যাঁরা ভারতে আসবেন, তাঁদের বিমান ধরার ৭২ ঘণ্টা আগে কোভিডের আরটিপিসিআর টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট (Covid Negative) রিপোর্ট আপলোড করতে হবে এয়ার সুবিধা অ্যাপে।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব লব আগরওয়াল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব রাজীব বনসলকে একটি চিঠি দিয়ে এই নিয়মাবলী চালু করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন- নোটবন্দির সিদ্ধান্তে 'ভুল' ছিল না, সোমবার রায় দিল সুপ্রিম কোর্ট
প্রতিবেশী দেশ চিনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ঢেউ উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করেছেন, জানুয়ারিতে ভারতে করোনা সংক্রমণ অনেকটাই বাড়তে পারে। সেই কারণেই করোনা মোকাবিলায় আগে থেকেই প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় সরকার।