চিন্তা বাড়াচ্ছে করোনা। সোমবার নতুন করে ৬২৮ জনের শরীরে কোভিড ১৯ ভাইরাস পাওয়া গিয়েছে। যদিও রবিবারের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কম। সোমবার পর্যন্ত গোটা দেশে ৪ হাজার ৫৪ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক জনের। তিনি কেরলের বাসিন্দা। সোমবার পর্যন্ত সারা দেশে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৩৩৪ জনের।
বর্তমানে যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁরা প্রায় প্রত্যেকেই ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট জে এন ১ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। কেন্দ্র সরকারের তরফে সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।