দেশের করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। পাঁচ মাস পর ফের দৈনিক সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ হাজারের ঘরে পৌঁছেছে। রাজধানীতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডের সংক্রমণ। বুধবার দিল্লিতে ৫০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার পর্যন্ত দিল্লিতে করোনায় আক্রান্ত মোট সক্রিয় রোগীর সংখ্যা ১,৭৯৫। গত ২৪ ঘণ্টায় করোনা সারা দেশে আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,৩৩৫।
এক ধাক্কায় রাজধানীতে বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হার। মঙ্গলবার দিল্লিতে করোনা সংক্রমণের হার ছিল ১৫.৬৪ শতাংশ। ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬.৫৪ শতাংশে।
পরিস্থিতি আগে থেকেই সামাল দিতে দিল্লির হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। দিল্লির মেয়র শেলি ওবেরয় বুধবার জানিয়েছেন, ওষুধপত্র এবং অক্সিজেনের ব্যবস্থাও করা হয়েছে।