দেশজুড়ে করোনার প্রকোপ বাড়ছে । বিশেষ করে মহারাষ্ট্রে (Maharashtra Covid cases) মাথাচাড়া দিচ্ছে কোভিড । প্রায় ৫ মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০০ পেরিয়েছে । বুধবার করোনা (Covid-19) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের । মার্চের প্রথম দিকে যেখানে ৫০-এর নীচে ছিল আক্রান্তের সংখ্যা, সেখানে তা ২০-২২ দিনের মধ্যে ৩০০ পেরিয়েছে । অর্থাৎ প্রায় ১০ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে করোনা । যা নতুন করে উদ্বেগ তৈরি করছে ।
মহারাষ্ট্রের সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে ৩৩৪ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে একজনের । মার্চ মাসের ১ তারিখে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩২ । ২২ দিন পরে তা ১০ গুণ বেড়ে হয়েছে ৩৩৪ । অন্যদিকে, চলতি মাসে কোভিডে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের । স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, বুধবার নতুন করে সংক্রমিত হয়েছেন ১,১৩৪ জন । ৫ জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে । এই মুহূর্তে দেশে সক্রিয় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৭ হাজারের বেশি ।
আরও পড়ুন, Covid cases rise India: ১৪০ দিনে সর্বোচ্চ সংক্রমণ! দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ!
দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বুধবারের জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বৈঠকে মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখার মতো বিষয়গুলোর উপরে জোর দেওয়ার কথা বলেছেন । প্রবীণ নাগরিক, কো-মর্বিডিটি-সহ ব্যক্তিদের জন্য মাস্ক বাধ্যতামূলক করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মোদী । সেই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা থাকলেই স্বাস্থ্য পরীক্ষায় জোর দিতে হবে।