ফের ধেয়ে আসছে করোনা-আতঙ্ক? জল্পনা শুরু হয়েছে সব মহলে। চিনে দারুণগতিতে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে অনেকের। ওমিক্রনের নতুন ভ্যারিয়ান্ট বিএফ৭ নিয়ে সতর্ক ভারতও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বৈঠক করেছেন জরুরি ভিত্তিতে। আর তারপরই সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দরে। বুধবার থেকে ভারতের প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু হচ্ছে। বিদেশ থেকে আগত উড়ানগুলির ক্ষেত্রে নজরদারি বাড়ানো হয়েছে। বিমানবন্দরগুলিকে বিভিন্ন বিধিনিষেধ মানতে নির্দেশ দিচ্ছে সরকার।
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিড পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংগৃহীত নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কেন্দ্রের অনুমোদিত ‘ইনস্যাকোগ’ পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিনের ওমিক্রন বিএফ.৭-এর খোঁজ পাওয়া গিয়েছে আমেরিকা, ব্রিটেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলিতেও।
সতর্ক হচ্ছে রাজ্যও। বুধবার নবান্ন থেকে ফের রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন তিনি।