কোভিড টিকাকরণ (vaccination) সংক্রান্ত অ্যাপ কো-উইন (Co-win Data leaked ) থেকে একের পর এক তথ্য ফাঁস হয়ে যাচ্ছে । গুরুতর অভিযোগ করল তৃণমূল । তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলে টুইট করে দাবি করেছেন, কোউইন অ্যাপের মাধ্যমে বহু মানুষের আধার কার্ড-প্যান কার্ডের তথ্য লিক হয়ে যাচ্ছে । সেই তালিকায় রয়েছেন পি চিদাম্বরম, তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়েন, সাংবাদিক রাজদীপ সরদেশাইরা । সাধারণ মানুষ যে বাদ যাচ্ছেন না, তা বলাই বাহুল্য ।
সাকেত গোখলের দাবি, বহু রাজনীতিক এবং সাংবাদিকের ব্যক্তিগত তথ্য টেলিগ্রাম অ্যাপে রয়েছে । টেলিগ্রামে কোনও টিকা নেওয়া ব্যক্তি নিজের মোবাইল নম্বর দিলেই সেই ব্যক্তির আইডি নম্বর, ভ্যাক্সিনেশন সেন্টার এবং আরও তথ্য সামনে চলে আসছে । সাকেত গোখলে, তাঁর দাবি বা অভিযোগের ভিত্তিতে 'সেন্সর' করা স্ক্রিনশটও পোস্ট করেন । আমজনতা তো আছেনই, সেইসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের মতো বিশিষ্ট রাজনীতবিদ ও সাংবাদিকদের আধার কার্ড নম্বর, লিঙ্গ, জন্ম তারিখের মতো তথ্য ফাঁস হয়েছে । যা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড় উদ্বেগের বিষয় বলে দাবি তৃণমূলের ।
আরও পড়ুন, Panchayat Election 2023: মনোনয়ন পর্ব শান্তিতে করতে আরও কড়া কমিশন, ভাঙড়ে বসল পুলিশ কিয়স্ক
বছর দুয়েক আগেও কোউইনের ডেটা লিকের খবর সামনে এসেছিল । যদিও পরবর্তীতে সেই দাবি ভুয়ো বলে দাবি করা হয়েছিল।