প্রয়াত সিপিএমের পলিটব্যুরো সদস্য কোডিয়ারি বালকৃষ্ণন (Kodiyeri Balakrishnan) (৬৯)। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি । ক্যানসার (Cancer) ছিল তাঁর । সম্প্রতি, চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে । শনিবার রাতে ওই হাসপাতালেই মৃত্যু হয় সিপিএম (CPM) নেতার Kodiyeri Balakrishnan Passes Away) ।
কোডিয়ারি কেরলে সিপিএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদকও ছিলেন । তবে, অসুস্থতা জনিত কারণেই অগস্টের শেষে এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি । তারপর থেকেই শরীর খুব একটা ভাল যাচ্ছিল না । সম্প্রতি,হঠাৎ শারীরিক অবস্থা অবনতি হতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু, শেষপর্যন্ত তিনি আর ফিরলেন না । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সিপিএম ।
আরও পড়ুন, Baisakhi Banerjee: মদনকে ফোন নম্বর দিতে বারণ করেছিলেন পার্থ, বিস্ফোরক শোভন বান্ধবী বৈশাখী
রাজনীতি জীবনের প্রথমে এসএফআই করতেন কোডিয়ারি বালকৃষ্ণন । সিপিএমের হয়ে মোট চারবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন । কেরলে এলডিএফ মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন । কোডিয়ারি দায়িত্ব ছাড়ার পরে রাজ্য সম্পাদক হন এম ভি গোবিন্দন ।