আগেই 'বসবাসের অযোগ্য' ঘোষণা হয়েছে জোশীমঠ। এবার উত্তরপ্রদেশের আলিগড়ে দেখা গেল একই ছবি। কাওয়ারিগঞ্জের একাধিক বাড়িতে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জোশীমঠের ঘটনায় ভীত আলিগড়বাসী পুরসভায় জানিয়েছেন বিষয়টি। কিন্তু তারপরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে খবর, কেন্দ্রের ‘স্মার্ট সিটি মিশন’-এর আওতায় আলিগড়ে মাটির তলায় পাইপ বসানোর কাজ চলছে। তার ফলেই বিপত্তি বেধেছে বলে দাবি বাসিন্দাদের। বেশ কিছুদিন ধরেই মাটির তলায় জায়গায় জায়গায় সেই পাইপ ফেটে গিয়ে জল বেরিয়ে আসছে। এই অপরিকল্পিত খননকার্যের ফলে স্থানীয় ভূমির গঠনে পরিবর্তন হচ্ছে বলেও অভিযোগ। এই ঘটনার জেরেই আলিগড়ের রাস্তা, বাড়িতে বিপজ্জনকভাবে ফাটল দেখা গিয়েছে।
আরও পড়ুন-