শত্রুপক্ষের লোক ছেলেকে মারতে এসেছে, এই সন্দেহে বশে পুলিশের উপর গুলি চালিয়ে গ্রেফতার পাঞ্জাবের গ্যাংস্টারের(Punjab Police-Gangstar War) বাবা। শনিবার পঞ্জাবের মোগা শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, গ্যাংস্টার সাহিল কুমারের বাড়িতে সাদা পোশাকে হানা দেন ভাটিন্ডা পুলিশের(Bhatinda Police) সন্ত্রাসদমন শাখার আধিকারিকরা। তখনই তাঁদের শত্রুপক্ষের লোক ভেবে গুলি চালিয়ে বসে ওই ব্যাক্তি। তার ছোড়া গুলিতে কয়েকজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন বলেও খবর।
পুলিশ সূত্রে খবর, গ্যাংস্টার হরপ্রীত সিংহকে(Gangstar Harpreet Singh) খুঁজতেই মোগায় তল্লাশি চালায় ভাটিন্ডা পুলিশ। জানা গিয়েছে, এই হরপ্রীত ‘সন্ত্রাসবাদী সংগঠন’ খলিস্তান টাইগার ফোর্সের(Khalistan Tiger Force Leader) কুখ্যাত জঙ্গি অর্শদীপ সিংহ গিলের ‘ঘনিষ্ঠ’ বলেই খবর। ওই কুখ্যাত জঙ্গি বর্তমানে গা ঢাকা দিয়েছেন কানাডায়(Canada)। সেই হরপ্রীতের খোঁজ পেতেই সাহিলকে খুঁজছিলেন তদন্তকারীরা।
স্থানীয় সূত্রে খবর, বর্তমানে জামিনে মুক্ত হয়ে বাড়িতেই আছেন সাহিল। এই পরিস্থিতিতে তাঁর খোঁজে আসা ব্যক্তিদের বিরুদ্ধ গোষ্ঠীর লোক ভাবে বসেন তিনি। এরপরেই ছেলেকে বাঁচাতে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করেন ওই গ্যাংস্টারের বাবা সুরিন্দরপাল।