ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'অশনি' (Cyclone Asani)। রীতিমতো রক্তচক্ষু নিয়ে সাগরে ফুঁসছে এই ঘূর্ণিঝড়টি (Cyclone Asani)! আর এই ঘূর্ণিঝড়ের সতর্কতার মধ্যেই আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পাওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের শক্তি কতটা বাড়তে পারে, গতিপথ কোন দিকে হবে, তা নিয়ে ইতিমধ্যেই চিন্তা বাড়তে শুরু করেছে রাজ্যে। শুক্রবারই গভীর নিম্নচাপে (Cyclone Asani) পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে রবিবার। জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ, নদিয়ায় স্ত্রীকে দাঁয়ের এলোপাথাড়ি কোপ স্বামীর
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় (Cyclone Asani likely to hit) তৈরি হতে পারে। এই ঘূর্ণিঝড় ধেয়ে আসবে ভারতের উত্তর-পশ্চিম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের দিকে। তবে পরিস্থিতির দিকে নজর রাখছে পশ্চিমবঙ্গও।
নিম্নচাপ আবহে ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের (Cyclone Asani) পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। ১০ মে থেকে মৎস্যজীবীদের মাঝসমুদ্রে যেতে বারণও করা হয়েছে। তবে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে তার অভিমুখ কোন দিকে থাকবে, সেই বিষয়ে অবশ্য এখনই জোর দিয়ে কোনও মন্তব্য করতে চাইছে না মৌসম ভবন