আবারও একটি ঘূর্ণিঝড় (Cyclone) ধেয়ে আসছে! তবে এবার হয়তো আমফান বা ফণীর মতো ক্ষয়ক্ষতি হবে না বাংলায় (West Bengal)। কিন্তু ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani) প্রভাবে প্রবল বৃষ্টিতে ভিজতে পারে বাংলার উপকূলবর্তী এলাকা।
২০১৯ সালে আছড়ে পড়েছিল ফণী (cyclone fani)। ২০২০ সালে আমফান (cyclone amphan) এবং ২০২১ সালে ইয়াস (cyclone yaas) আছড়ে পড়েছিল। এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (cyclone ashani)। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) সূত্রে খবর, বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে (West Bengal) পড়বে না। অশনি আছড়ে পড়তে পারে বাংলাদেশ (Bangladesh)-মায়ানমার (Mynamar) উপকূলে।
ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে নিম্নচাপ (depression)। এরপর তা গভীর নিম্নচাপে (deep depression) পরিণত হবে। তারপর সেটি ঘূর্ণিঝড়ে (cyclone) পরিণত হওয়ার সম্ভাবনা।
সোমবার অর্থাৎ ২১ মার্চ, ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম মুখী হয়ে এগোবে। এরপর সেটি উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিতে পারে বলে পূর্বভাস। আগামী বুধবার ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মায়ানমার উপকূলের স্থলভাগের প্রবেশ করতে পারে।