শক্তি বাড়াচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের (South East Bay of Bengal) নিম্নচাপ। সোমবারই এই নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনিতে (Cyclone Asani) পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে আছড়ে পড়বে উপকূলবর্তী এলাকায়। ঘূর্ণিঝড় অশনির জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস কর্নাটক, পণ্ডিচেরী, তামিলনাড়ু, কেরল সহ বেশ কিছু রাজ্যে। আন্দামানের পোর্টব্লেয়ারে (Andaman) ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা টিম (NDRF)।
আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হলেও তা আন্দামানে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, সোমবার বিকেলে অশনি শক্তি বাড়িয়ে বাংলাদেশ উপকূল ও মায়ানমারের দিকে চলে যাবে। এর প্রভাবে আন্দামানে হাওয়ার গতিবেগ থাকবে ৫৫-৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বাধিক গতি হতে পারে ৭৫ কিলোমিটার প্রতিঘণ্টা।
আরও পড়ুন: আন্দামানে আজ আছড়ে পড়তে পারে অশনি, প্রস্তুত প্রশাসন
পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে আন্দামানের প্রশাসন । এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য জাহাজ পরিষেবা বা নৌপরিবহন বন্ধ রাখা হয়েছে । যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে । সেই নম্বরগুলি হল ০৩৯১২-২৪৫৫৫৫/২৩৭১৪ এবং টোল-ফ্রি নম্বর - ১-৮০০-৩৪৫-২৭১৪ । মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তর ও মধ্য আন্দামানে বৃষ্টি শুরু হয়েছে ।