ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অশনি' (Cyclone Asani) । ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । আগামী ২৪ ঘণ্টায় তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে । এর গতিমুখ থাকবে উত্তর দিকে । শক্তি বাড়িয়ে সোমবার সকালে ঘূর্ণিঝড় হিসাবে আন্দামানে আছড়ে পড়বে । সোমবার আন্দামানে (Andaman) বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । সেইসঙ্গে প্রায় ৭০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ।
পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে আন্দামানের প্রশাসন । এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য জাহাজ পরিষেবা বা নৌপরিবহন বন্ধ রাখা হয়েছে । যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে । সেই নম্বরগুলি হল ০৩৯১২-২৪৫৫৫৫/২৩৭১৪ এবং টোল-ফ্রি নম্বর - ১-৮০০-৩৪৫-২৭১৪ । মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তর ও মধ্য আন্দামানে বৃষ্টি শুরু হয়েছে ।
আরও পড়ুন, Cyclone Asani: প্রভাব পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় অশনির, আতঙ্ক আন্দামানে
ঘূর্ণিঝড় অশনি-র নাম দিয়েছে শ্রীলঙ্কা । ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব আমাদের রাজ্যে পড়বে না । তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে পারে । মঙ্গলবার ও বুধবার উপকূলের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে । সামান্য় বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ।
ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal)গভীর নিম্নচাপে (depression)পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি । এখন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল বরাবর উত্তর দিকে অগ্রসর হতে থাকবে সেই গভীর নিম্নচাপ । আগামী ২৪ ঘণ্টায় তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে । পরবর্তী ১২ ঘণ্টায় পরিণত হবে ঘূর্ণিঝড়ে । সোমবার আছড়ে পড়বে আন্দামান উপকূলে ।
প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম মুখী হয়ে এগোবে । এরপর সেটি উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিতে পারে বলে পূর্বাভাস । আগামী বুধবার ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মায়ানমার উপকূলের স্থলভাগের প্রবেশ করতে পারে ।