Cyclone Fengal: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা, সতর্কতা জারি

Updated : Nov 28, 2024 17:01
|
Editorji News Desk

বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে। যার নাম ফেনজল। বৃহস্পতিবার দুপুর থেকে তামিলনাডু এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় তার সামান্য প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং শুক্র ও শনিবার সবথেকে বেশি দাপট দেখাবে। প্রবল ঝড় এবং তারসঙ্গে বৃষ্টিরও সম্ভাবনার কথা জানিয়েছে ইন্ডিয়ান মেটেরজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)। 

বৃহস্পতিবার সকালে IMD-র প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, বর্তমানে শ্রীলঙ্কার ট্রিনকোমালি থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্ব ও উত্তরপূর্ব দিকে অবস্থান করছে ফেনজল। আগামী ১২ ঘণ্টার মধ্যে তা তামিলনাডু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 

ওই বুলেটিনে জানানো হয়েছে, ৩০ নভেম্বর অর্থাৎ শনিবার সকালে উত্তর তামিলনাড়ুর পন্ডিচেরির উপকূলবর্তী এলাকায় তার সবথেকে বেশি প্রভাব পড়বে। প্রতিঘণ্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে চেন্নাই, পন্ডিচেরী সহ বিভিন্ন এলাকায়। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তামিলনাডু সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, একাধিক জায়গায় বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। এছাড়াও ভারতীয় নৌবাহিনীকেও প্রস্তুত রয়েছে। একাধিক উদ্ধারকারী হেলিকপ্টারও তৈরি রাখা হয়েছে।   

তামিলনাড়ু সরকারের তরফে ঘূর্ণিঝড় মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের রাখা হয়েছে বিভিন্ন সাইক্লোন সেন্টারে। এছাড়াও একাধিক এলাকায় ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। নৌবাহিনীর তরফেও শুকনো খাবার, ওষুধ, জল সহ বিভিন্ন সামগ্রী মজুত করা হয়েছে। 

রাজ্য সরকার ইতিমধ্যে সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝড়-বৃষ্টির সময় বাড়ি থেকে বেরোতেও নিষেধ করা হয়েছে বাসিন্দাদের। এছাড়াও যাঁরা মাটির বাড়িতে থাকেন, ঝড়ের সময় তাঁদের কোনও পাকা বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জারি করা হয়েছে হলুদ এবং কমলা সতর্কতা। 

এদিকে বিমান চলাচলের ক্ষেত্রেও ফেনজলের প্রভাব পড়েছে। এক্স হ্যান্ডেলে Indigo-র তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই, তুতিকোরিন, তিরুচিরাপল্লি এবং সালেম থেকে বিমান ওঠানামায় সমস্যা তৈরি হয়েছে। অনেক যাত্রী জানিয়েছেন, একাধিক বিমান বাতিল এবং সময় পরিবর্তন করা হয়েছে। 

IMD-র তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকেই দ্রুত আবহাওয়া পরিবর্তন  হতে পারে। ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে  পারে। ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা অনেকটাই নীচের দিকে থাকবে।  

বৃহস্পতিবার থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে। 

Cyclone

Recommended For You

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর