অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এই দাবি করা হয়েছে। গত রবিবার মহারাষ্ট্রের পালঘরে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান ৫৪ বছরের সাইরাস। রিপোর্টে দাবি, প্রায় একই কারণে প্রাণ হারিয়েছেন সাইরাসের বন্ধ জাহাঙ্গিরও। কারণ, তাঁর দু জনে গাড়ির পিছনের সিটে বসেছিলেন।
প্রাথমিক তদন্তে আগেই দাবি করা হয়েছে, সাইরাস এবং জাহাঙ্গির কেউ-ই সিট বেল্ট বাঁধেননি। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি, দুর্ঘটনার সময় সাইরাসের মাথায় গুরুতর চোট লাগে। আঘাত লাগে বুকেও। মূলত এই দুটি কারণে ঘটনাস্থলেই প্রাণ হারান সাইরাস।
সোমবার পালঘরের কাসার হাসপাতাল থেকে সাইরাস এবং জাহাঙ্গিরের
দেহ মুম্বইয়ের জেজে হাসপাতালে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাত আড়াইটের আগেই প্রাথমিক পর্যায়ের ময়নাতদন্ত শেষ হয়েছে। মৃতদের দেহ আপাতত হিমঘরে রাখা হয়েছে।