সম্প্রতি দিল্লিতে ভরা মেট্রোয় ব্র্যালেট আর মিনিস্কার্ট পরে উঠে রাতারাতি ভাইরাল হয়ে পড়েছিলেন বছর ১৯ এর এক তরুণী। তাঁর পোশাক নিয়ে দেশজুড়ে হইচই শুরু হয়েছিল। এবার সেই বিতর্কের আঁচ নিভতে না নিভতেই ফের ভাইরাল দিল্লি মেট্রোতে আরও এক তরুণীর ভিডিয়ো। এবার রাজধানীর মেট্রোয় উদ্দাম নাচের ভিডিও ভাইরাল। যেখানে ছবি তোলাই নিষেধ সেখানে নাচের ভিডিও বানালেন কীভাবে? এই নিয়েও উঠছে প্রশ্ন। পর পর দুটি ঘটনায় ফের অস্বস্তিতে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাল শাড়ি পরে ভোজপুরি গানের সঙ্গে মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মেই নাচে মত্ত তরুণী। এর আগে তরুণীর পোশাকের ভিডিও ভাইরাল হতেই তিনি বলেছিলেন মেট্রোয় এমন পোশাক পরে ওঠা নিয়ে আক্ষেপ নেই তাঁর। বরং মনে করছেন, যারা ভিডিও করছিল, আইন তো তাঁরা ভেঙেছেন।