মাঝ আকাশে উড়ানে ফের বিপত্তি। বিতর্কের কেন্দ্রে সেই স্পাইস জেট। শনিবার দিল্লি থেকে এই বেসরকারি বিমান সংস্থার বিমান জব্বলপুর যাচ্ছিল। প্রায় ৫ হাজার ফিট উচ্চতায় হঠাৎই বিমানের মধ্য়ে ধোঁয়ায় ভরে যায়। সংবাদসংস্থার খবর, ঝুঁকি না নিয়ে ফের বিমানকে দিল্লি আনা হয়। নিরাপদেই আছেন যাত্রীরা।
এদিন বিমানে প্রথম ধোঁয়া দেখতে পান ক্রু-রা। খবর যায় দিল্লির এটিসিতে। সংবাদসংস্থার খবর, যাত্রীদের নিয়ে নিরাপদেই জরুরি ভিত্তি দিল্লি ফিরেছে স্পাইসজেটের বিমান।
দিন কয়েক আগেই পাটনাতেও কার্যত একই ঘটনা ঘটেছিল। দিল্লিগামী স্পাইস জেটের বিমানে আগুন লেগেছিল। পটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করেছিল বিমানটি।