এক সপ্তাহ ধরে মহিলাকে লাগাতার ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল ধর্ষিতারই এক 'বন্ধুর' বিরুদ্ধে। মহিলা ওই অভিযুক্তর সঙ্গে এক মাস ধরে দিল্লিতে একসঙ্গে থাকছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে নির্যাতিতা দার্জিলিং-এর বাসিন্দা।
গোটা ঘটনায় পুলিশ ২৮ বছরের পারসকে ধর্ষণের সঙ্গে আরও একাধিক অভিযোগে গ্রেফতার করেছে। দক্ষিণ দিল্লির রাজু পার্কে অভিযোগকারিণী এবং অভিযুক্ত বিগত একমাস ধরে একসঙ্গে থাকছিলেন। ফোন মারফত দুজনের পরিচয় ৩/৪ মাসের।
100 Days Work-Nabanna: ২১ লক্ষ মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া হবে টাকা? গাইডলাইন প্রকাশ নবান্নের
মহিলার গায়ে প্রায় ২০ টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, এইমসে ভর্তি করা হয়েছিল তাঁকে। সদ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওই মহিলা। ধর্ষণ ছাড়াও পারস তাঁকে শারীরিক নির্যাতন করতেন, অভিযোগ ওই মহিলার। একবার তাঁর গায়ে গরম ডালও ঢেলে দেওয়া হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন ওই মহিলা।
দার্জিলিং থেকে পরিচারিকার কাজ পেয়ে দিল্লি হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা নিয়ে ঘর ছাড়েন ওই মহিলা। পেশায় রাঁধুনি পারস তাঁকে দিল্লিতে ভাল কাজ খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।