সিবিএসই-র নবম শ্রেণির বইয়ে জুড়েছে নতুন অধ্যায় ডেটিং অ্যান্ড রিলেশনশিপ । যা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে । সম্প্রতি, ওই অধ্যায়ের একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে । দেখা গেল, বইয়ের পাতায় বড বড় অক্ষরে লেখা 'ডেটিং এবং রিলেশনশিপ' । অনেকে এই নিয়ে মিমও তৈরি করছেন ।
ভাইরাল ছবিতে দেখা গেল, 'ডেটিং অ্যান্ড রিলেশনশিপ'-এর ঠিক নিচেই লেখা,নিজেকে এবং অন্য ব্যক্তিকে বোঝা। দেওয়া হয়েছে আদর্শ সম্পর্কের সংজ্ঞাও । বইয়ে লেখা, একটি আদর্শ সম্পর্ক মানে দু'টি জিনিস । প্রথম মিলগুলির প্রশংসা করা এবং দ্বিতীয় পার্থক্যগুলিকে সম্মান করা ।
অনেকেই বিষয়টাকে নিয়ে মিম তৈরি করছেন । আবার অনেকে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন । জানতে চেয়েছেন, এটি NCRT বইয়ের একটি অধ্যায় কি না । অনেকে আবার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন । বয়ঃসন্ধিকালে যে সমস্যাগুলি হয়, সেগুলি নিয়ে খোলামেলা আলোচনা করার দরকার । শিক্ষার মাধ্যমে তা করা উচিৎ বলে মনে করছেন ।