অন্তেষ্টিক্রিয়ার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল এক ব্যক্তিকে। দাহকার্য শুরুর প্রস্তুতি চলছে। এমন সময় আচমকাই উঠে বসলেন ' মৃত' ব্যক্তি! মঙ্গলবার সন্ধ্যায় মোরেনা এলাকার ৪৭ নম্বর ওয়ার্ডের শান্তি ধামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
'মৃত' ব্যক্তিকে উঠে বসতে দেখে শ্মশানযাত্রীরা প্রথমে ভয়ে দৌড় দেন৷ পরে বিষয়টি বুঝতে পেরে তাঁরা চিকিৎসককে খবর দেন। চিকিৎসা এসে পরীক্ষা করে জানান, জিতু প্রজাপতি নামের ওই ব্যক্তির হৃদযন্ত্র তখনও সচল। এরপর তাঁকে চিকিৎসার জন্য গোয়ালিয়রে পাঠানো হয়।
জিতু দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার তিনি অচৈতন্য হয়ে পড়েন। পড়শিরা নাকে আঙুল ঠেকিয়ে দেখেন শ্বাস নেই, হৃৎস্পন্দনও পাননি তাঁরা। জিতু মারা গিয়েছেন ভেবে তাঁরা তাঁকে শ্মশানে নিয়ে যান। সেখানে আচমকা উঠে বসেন জিতু!