ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতির আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের স্বস্তি দিতে বাড়ানো হচ্ছে মহার্ঘ ভাতা (DA)। সূত্রের খবর, সম্ভবত আগামী মাসে বেতনের সঙ্গে বর্ধিত ডিএ পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
সর্বভারতীয় ভোগ্যপণ্যের মূল্য সূচক (All India Consumer Price Index) বর্তমানে পৌঁছেছে ১২৭ পয়েন্টে। সূত্রের খবর, এর জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৫ শতাংশ পর্যন্ত বাড়নো হতে পারে। সেক্ষেত্রে তাঁদের ডিএ ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৯ শতাংশ হতে পারে। এর ফলে উপকৃত হবেন এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপক।
আরও পড়ুন: IPL 2022 : আয়ের নিরিখে কাকে পিছনে ফেলল আইপিএল ? কী বলছেন সৌরভ ?
গত জানুয়ারিতে ভোগ্যপণ্যের মূল্য সূচক-এর ভিত্তিতে সপ্তম বেতন কমিশনের অন্তর্গত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩১ শতাংশ থেকে বাড়িয়ে করা হয় ৩৪ শতাংশ। উল্লেখ্য, এ বছর এপ্রিলে খুচরো বাজারের মুদ্রাস্ফীতি ছিল ৭.৭৯ শতাংশ, যা গত আট বছরে সর্বোচ্চ।
২০২১-এর জুলাই মাসেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (Dearnees Relief) ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করে কেন্দ্রীয় সরকার। ওই বছর অক্টোবরে আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩ শতাংশ ডিএ পান। ফলে গত বছর জুলাই থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে পৌঁছয় ৩১ শতাংশে।