কাতারে ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের মৃত্যুদণ্ডের শাস্তি। তাঁদের শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এমনই জানাল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। মৃত্যুদণ্ডের পরিবর্তে তাঁদের কী শাস্তি দেওয়া হয়েছে, তা যদিও অস্পষ্ট। তবে কেন্দ্র জানিয়েছে, কাতারে আইনি পরামর্শদাতা ও ওই ৮ ভারতীয়ের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযাগ রাখা হচ্ছে। পরবর্তী পদক্ষেপ দ্রুত জানা যাবে।
বৃহস্পতিবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, "আমরা প্রথম থেকে ওদের পাশে আছি। দূতাবাসের সঙ্গে যোগাযোগ, আইনি পরামর্শ, সবই চলছে।" ৮ ভারতীয় সেনা আধিকারিকের কী কারে কাতারে গিয়েছিলেন, কেন তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছে কাতার। তা যদিও প্রকাশ্যে আসেনি। গতবছর অগাস্ট থেকে কাতারের জেলে বন্দি ৮ ভারতীয়। গত ২৬ অক্টোবর তাঁদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়।