বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তাঁদের বিরোধিতা অব্যাহত থাকবে। বুধবার দিল্লিতে বৈঠক শেষে এই দাবি ইন্ডিয়া জোটের আহ্বায়ক এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। তাঁরই বাড়িতে এদিন বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। এই বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে খাড়গে জানিয়েছেন, এবারের জনমতে তাঁরা অভিভূত।
রাজনৈতিক মহলের দাবি, দু ঘণ্টার এই বৈঠক থেকে কার্যত ইঙ্গিত দেওয়ার হয়েছে বিরোধী আসনেই বসবে ইন্ডিয়া জোট। কারণ, চন্দ্রবাবুর টিডিপি এবং নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল সরকারি ভাবে চিঠি দিয়ে ইতিমধ্যেই মোদীর পাশে দাঁড়িয়েছে। তাই কৌশল বদল করেই সরকার বিরোধিতার রাস্তায় যাচ্ছে ইন্ডিয়া।
কোনও বুথ ফেরত সমীক্ষাতেই তাদের বিশেষ আমল দেওয়া হয়নি। কিন্তু সব সমীক্ষাকে এবার উল্টো প্রমাণ করেছে ইন্ডিয়া জোট। বিশেষ করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে দুরন্ত ফল বিরোধী জোটের।