পাক অধিকৃত কাশ্মীরে নির্যাতন শুরু হয়েছে। এর ফল ভুগতে হবে। বৃহস্পতিবার কাশ্মীর থেকে ইসলামাবাদকে হুঁশিয়ারি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। গিলগিট ও বাল্টিস্তানও তাড়াতাড়ি পুনর্দখল করবে ভারত। দাবি রাজনাথ সিংয়ের।
শ্রীনগরে ভারতীয় সেনার শৌর্য দিসবে অংশ নিতে আসেন রাজনাথ সিং। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। সেখানেই তিনি জানান, "সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই। আসলে জঙ্গিদের লক্ষ্য ভারতে হামলা করা।" এই প্রসঙ্গেই পাকিস্তানকে আক্রমণ করে হুঁশিয়ারি দেন তিনি। রাজনাথ সিং জানান, গিলগিট, বাল্টিস্তানের একাধিক এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। তার ফল ভুগতে হবে।
আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে 'সম্পর্ক', রাগে বন্ধুকে হত্যা করে নর্দমার পাইপে ফেলে রাখল অভিযুক্ত
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়েও মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। তিনি জানান, কাশ্মীরের বাসিন্দাদের মধ্যে যে বৈষম্য ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা দূর হয় ২০১৯ সালের ৫ অগাস্ট। জম্মু-কাশ্মীরে যে সন্ত্রাস হচ্ছে, তা কাশ্মীরের নিজস্ব বলে চালিয়ে দেওয়াও চলবে না।