এক বালককে ধর্ষণের অভিযোগ ৪ জনের বিরুদ্ধে। ঘটনাটি রাজধানী দিল্লির। ধর্ষণের পর ওই বালককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে সেই অবস্থায় ফেলে পালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় সে হাসপাতালে ভর্তি। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করে পুলিশ।
দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল টুইট করে ঘটনাটি প্রকাশ্যে আনেন। বিষয়টি মহিলা কমিশন খতিয়ে দেখছে। মহিলা কমিশন দিল্লি পুলিশে এই নিয়ে এফআইআরও দায়ের করে। টুইট করে স্বাতী লেখেন, "দিল্লিতে শুধু মেয়েরাই নয়, ছেলেরাও নিরাপদ নয়। একটি ১২ বছরের বালককে ধর্ষণ করে, তারপর লাঠি দিয়ে মারতে মারতে রাস্তায় ফেলে চলে যায় ৪ জন।"
ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান মিলবে বলে অনুমান পুলিশের।