ভোট শেষ। ফের তিহাড়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত ২১ দিন তিনি ব্যস্ত ছিলেন বিভিন্ন কাজে। এই সময়ের মধ্যে ইন্ডিয়া জোটের হয়ে একাধিক জায়গায় প্রচার করেছেন তিনি। তিহাড়ে যাওয়ার আগে তিনি জানান, এই ২১ দিনে একটি মিনিটও নষ্ট করেননি। জেলে ফেরার আগে এদিন তিনি রাজঘাট, হনুমান মন্দির, আপের সদর দফতরে যান দিল্লির মুখ্যমন্ত্রী।
লোকসভা ভোটের জন্যই তাঁর জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। তবে নির্দেশ দেওয়া হয়েছিল সচিবালয়ে যেতে পারবেন না মুখ্যমন্ত্রী। এমনকী, আবগারি দুর্নীতি নিয়ে চলা তাঁর বিরুদ্ধে মামলা নিয়ে বাইরে কোনও মন্তব্য করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়ে নিজেকে প্রচারে কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন।
রবিবার দুপুরে তাঁকে বাসভবন থেকে কেজরিওয়ালকে বার করা হয়েছিল। বাড়ি থেকে বেরিয়ে রাজঘাট, হনুমান মন্দির হয়ে যান আপের সদর দফতরে। সেখানে তিনি জানান, এই কদিনে তিনি সব দলের হয়ে প্রচার করেছেন। এই ২১ দিনে তিনি চেষ্টা করেছেন দেশকে বাঁচানোর।
ভারতে একনায়কতন্ত্র চালাচ্ছে বিজেপি। এদিন এই অভিযোগও ফের করেছেন কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, এই প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে স্বীকার করেছেন তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। কেজরির দাবি, যা প্রমাণ করল বিজেপি সত্যিই একনায়কতন্ত্র চালাচ্ছে।