অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় তাঁকে জামিন দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শুক্রবার তিহাড় জেল থেকে মুক্তি পাবেন কেজরিওয়াল। মুক্তির পাশাপাশি জামিনের বন্ড হিসাবে এক লক্ষ টাকা দিতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
লোকসভা ভোটের জন্যই তাঁর জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। তবে নির্দেশ দেওয়া হয়েছিল সচিবালয়ে যেতে পারবেন না মুখ্যমন্ত্রী। এমনকী, আবগারি দুর্নীতি নিয়ে চলা তাঁর বিরুদ্ধে মামলা নিয়ে বাইরে কোনও মন্তব্য করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়ে নিজেকে প্রচারে কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে ২১ দিনের অন্তবর্তী জামিনের মেয়াদ শেষ হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। অন্তবর্তী জামিনের মেয়াদ শেষ এরপর গত ২ জুন দিল্লির তিহাড় জেলে গিয়ে আত্মসমর্পণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরপর ১৮ দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন তিনি।