গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, তাঁকে গ্রেফতার করেছে ED। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আপ নেতার বিরুদ্ধে তছরুপের অভিযোগ ওঠে। এই মামলার তদন্তে, তাঁকে একাধিক বার সমন পাঠায় ইডি। সেই সমন এড়িয়ে আদালতে যান দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্টে গ্রেফতারি আটকাতে রক্ষাকবজের আবেদন করেন তিনি। এর আগে গ্রেফতার করা হয় দিল্লির উপমুখ্যমন্ত্রীকে।
বৃহস্পতিবার সন্ধে নাগাদ দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ED আধিকারিকরা। প্রায় ঘণ্টাখানেক ধরে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। তারপর রাত ৯টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে জেল থেকেই সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল। আপাতত তাঁকে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার কেজরিওয়ালকে রাউস অ্য়াভিনিউ আদালতে তোলা হবে।