দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির 'সেকেন্ড-ইন-কমান্ড' মণীশ সিসোদিয়া। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালের ডেপুটিকে গ্রেফতার করা হয়। রবিবার সকাল ১০ টায় নিজের বাড়ি থেকে CBI দফতরের উদ্দেশে রওনা দিয়েছিলেন সিসোদিয়া। যদিও, জেরার আগেই সিসোদিয়া ভবিষ্যদ্বাণী করেছিলেন, '৭ - ৮ মাসের জন্য জেলে যাচ্ছি'। এর আগে এই মামলায় এক আমলার বয়ান রেকর্ড করেছিল সিবিআই।
প্রসঙ্গত, এই ঘটনার জেরে আম আদমি পার্টি বনাম বিজেপি সংঘাত দিল্লির রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। সিসোদিয়ার বিরুদ্ধে আবগারি নীতির জেরে বহু ব্যবসায়ীকে অবৈধভাবে সুবিধা পাইয়ে দিয়ে ঘুষ নিতেন মনীশ।