নিট(Neet) পরীক্ষার কাউন্সেলিং কেন দেরি , কেন সতীর্থদের গ্রেফতার করা হল— এরই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দিল্লি। প্রায় চার হাজার চিকিৎসক (Doctors' protest in Delhi) সোমবার মধ্যরাতে সরোজিনী থানা ঘেরাও করেন।
ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়শন(এফএআইএমএ) এবং চিকিৎসকদের অন্যান্য সংগঠন বুধবার থেকে দেশ জুড়ে কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সরকারের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে বুধবার থেকে আপৎকালীন পরিষেবা ছাড়া বাকি সব পরিষেবা বন্ধ করার হুমকি দিয়েছে এইমস এর রেসিডেন্সিয়াল চিকিৎসক সংগঠন ।
চিকিৎসকদের অভিযোগ, প্রতিবাদ মিছিলের সময় তাঁদের উপর অন্যায় ভাবে হামলা চালিয়েছে পুলিশ। মহিলা চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে। প্রতিবাদ মিছিলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় চিকিৎসকদের।
যদিও পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, চিকিৎসকরা রাজধানীর গুরুত্বপূর্ণ আইটিও রোড ৬-৮ ঘণ্টা বন্ধ করে রেখেছিলেন। বার বার সরে যাওয়ার অনুরোধ করার পরেও তাঁরা সরেননি। ।
চিকিৎসকদের প্রতিবাদ, ধর্নার জেরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সফদরজং, রাম মনোহর লোহিয়া এবং লেডি হার্ডিঞ্জ হাসপাতালে । জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, নিট পরীক্ষা হওয়া সত্ত্বেও কেন কাউন্সেলিং করা হচ্ছে না, কেন হাসপাতালগুলিতে নিয়োগ হচ্ছে না, তার জবাব সরকারকে দিতে হবে।