যান্ত্রিক ত্রুটির (Technical Fault) জেরে মাঝ আকাশ থেকে গতিপথ বদল যাত্রিবাহী বিমানের। দিল্লি থেকে যাত্রী নিয়ে উঠে আপৎকালীন অবস্থায় করাচি বিমানবন্দরে (Karachi Airport) অবতরণ করা হল বিমানটি। হঠাৎ করে করাচিতে নামানোয় ক্ষুব্ধ যাত্রীদের একাংশ। বিমান সংস্থার তরফে যাত্রীদের নিরাপত্তা নিয়ে আশ্বস্থ করা হয়েছে।
সংবাদসংস্থা ANI সূত্রে খবর, প্রায় ১০০ যাত্রীকে নিয়ে দিল্লি (Delhi) থেকে দোহার উদ্দেশে যাচ্ছিল কাতার এয়ারওয়েজের QR579 বিমান (Qatar Airways)। কিন্তু মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তখনই গতিপথ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিমান সংস্থা। সেই অনুযায়ী, করাচি বিমানবন্দরে বিমানটি অবতরণ করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। সোমবার ভোর ৩.৫০ নাগাদ দিল্লি থেকে রওনা হয় এই ফ্লাইট। সকাল সাড়ে পাঁচটার সময় করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয় কাতার এয়ারওয়েজের বিমানটি। সকাল নটা পর্যন্ত যাত্রীরা অপেক্ষা করছেন বলে অভিযোগ।
আরও পড়ুন: ইউক্রেন থেকে কফিনবন্দি হয়ে ফিরল নিহত ডাক্তারি পড়ুয়া নবীনের দেহ
বিমানের গতিপথ পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ যাত্রীদের অনেকেই। সমীর গুপ্তা নামে এক যাত্রী টুইটে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন। তিনি জানান, বিমানের গতিপথ নিয়ে কিছুই জানানো হয়নি যাত্রীদের। কোনও খাবার, জল কিছুই দেওয়া হয়নি বলে অভিযোগ। বাচ্চাদের নিয়ে অনেকেই অপেক্ষা করছেন করাচি বিমানবন্দরে।