সুরা প্রেমী মহিলাদের জন্য সুখবর। দিল্লি সরকারের অধীনস্থ L-10 ক্যাটাগরির মদের দোকানে শীঘ্রই খোলা হবে মহিলাদের জন্য বিশেষ কাউন্টার৷ বিভিন্ন মল এবং বিমানবন্দরে মহিলাদের এই বিশেষ কাউন্টার থাকবে। বর্তমানে, দিল্লিতে এই ধরনের প্রায় ছয়টি দোকান খোলা হয়েছে, যার মধ্যে কয়েকটি ময়ুর বিহারের পিতামপুরা এবং গ্যালেরিয়া মলে রয়েছে।
অনেক ক্ষেত্রেই মহিলারা স্বেচ্ছায় সুরা কিনতে দোকানে লাইন দিলেও নানা মন্তব্য শুনতে হয়। এবার মহিলাদের সুরা কেনার অভিজ্ঞতাকে আরও সহজ করতেই দিল্লি সরকারের এই উদ্যোগ। L-10 ক্যাটাগরির একজন কর্মকর্তার কথায়,"বর্তমানে মহিলাদের জন্য সাধারণ দোকান থেকে মদ কেনা কঠিন। সেখানে অল্প জায়গা হওয়ায় ভীড় বেশি থাকে, যেখানে বহুক্ষণ দাঁড়িয়ে থাকা মেয়েদের জন্য অসুবিধাজনক। তাই মলে বা বিমানবন্দরে এই দোকান খোলা হবে, যেখানে ভীড় তুলনামূলক কম থাকে।"
মদ নীতি কেলেঙ্কারির পরে, জাতীয় রাজধানীতে সমস্ত ব্যক্তিগত দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। খোলা থাকত কেবলমাত্র সরকারি দোকানগুলি। আর এর জেরে মদের দোকানে সর্বদাই দেখা যেত উপচে পড়া ভিড়। প্রসঙ্গত, পুরানো আবগারি শাসনের অধীনে বিমানবন্দরে মদের দোকানগুলি এখনও খোলা হয়নি।