জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কারণ তাঁর জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বার অ্য়ান্ড বেঞ্চের খবর অনুযায়ী প্রাথমিকভাবে উচ্চ আদালত জানিয়েছে, হাই কোর্টে শুনানি শেষ না হওয়া পর্যন্ত জেল থেকে ছাড়া পাবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।
আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ গ্রেফতার করা হয়েছিল ED। লোকসভা নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তিনি। এরপর ফের তিনি জেলে গিয়েছিলেন। তারপর বৃহস্পতিবার দিল্লির রাউস অ্য়াভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। এরপর শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে ED।
গ্রেফতার করার পরেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘ প্রায় ৩ মাস পর জামিন পেয়েছেন তিনি।