আদালতে উঠল কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প। এই প্রকল্প আদৌও বাস্তবায়ন করা যায় কীনা, তা খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের মামলা দায়ের হল। শনিবার দিল্লির এক আইনজীবী এই মামলা করেছেন। গত বাহাত্তর ঘণ্টায় বিহার, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্য়ে এই প্রকল্পের বিরোধিতায় সরব হয়েছে দেশের যুবসমাজ। তাদের প্রতিবাদে সরকারি সম্পত্তি নষ্ঠ হয়েছে। সেই ক্ষতির পরিমাণ কত, তা জানতে সুপ্রিম কোর্টের কাছে সিট গঠনের আবেদন করেছেন ওই আইনজীবী। একইসঙ্গে প্রকল্পটি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে। যে কমিটির মাথায় থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি।
যদিও এদিন সকালেই অগ্নিপথ প্রকল্পে নিয়ম আরও শিথিল করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। একইসঙ্গে জানানো হয়েছে, প্রথম ব্যাচের অগ্নিবীরদের বয়সের ঊর্ধ্বসীমা আরও ৫ বছর বাড়ানো হল। প্রথমে ২১ বছর, পরে আন্দোলনের প্রেক্ষিতে ২৩, এ বার আরও বাড়ল নিয়োগের ঊর্ধ্বসীমা। তবে এটা শুধু প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য। তা ছাড়াও, অগ্নিবীররা অবসরের পর কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন সিআরপিএফে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হবে। তার পর দিনই সামনে এল এই ঘোষণা। এর ফলে চার দিন ধরে চলা বিক্ষোভ কমবে বলে আশা করছে ওয়কিবহাল মহল।
গত বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভের ঘটনায় বিহার ও উত্তরপ্রদেশ থেকে এখনও পর্যন্ত ২৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা দায়ের হয়েছে। শুক্রবার ,সেকেন্দ্রাবাদের ঘটনায় পুলিশের গুলিতে নিহত যুবকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে তেলঙ্গনা সরকার। এককালীন ২৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।