দিনে দুপুরে প্রকাশ্যে এক যুবতীকে কোপাল যুবক। নয়া দিল্লির আদর্শ নগরের ঘটনা। যুবকের সঙ্গে বন্ধুত্ব ভাঙার প্রতিশোধ নিতেই এই কাণ্ড ঘটায় অভিযুক্ত। মঙ্গলবারই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ২১ বছর বয়সী ওই যুবতীর উপরে আচমকা হামলা চালায় ২২-র এক যুবক। প্রকাশ্য দিবালোকে একের পর এক ছুরির কোপ বসাতে থাকে ওই যুবক।
Winter Meme: বছরের শুরুতেই শীতের বাড়বাড়ন্ত! ‘হাড় কাঁপা ঠান্ডায় মিমের জোয়ারে ভাসছে সোশ্যাল মিডিয়া
অভিযুক্তের সুখবিন্দর সিং (২২)-কে মঙ্গলবার হরিয়ানার অম্বালা থেকে গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় (খুনের চেষ্টা) অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।
পুলিশে সূত্রে খবর, বহু বছর ধরেই ওই যুবকের সঙ্গে বন্ধুত্ব ছিল যুবতীর। সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্ক খারাপ হয়। এরপর থেকে যুবতী কথা বলা বন্ধ করে দেয়। সেই রাগেই সোমবার যুবতীর উপরে হামলা চালায় অভিযুক্ত। ছুরি দিয়ে কোপানোর পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত।
আহত যুবতী দিল্লির জাহাঙ্গিরপুরীর জগজীবন রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।