সদ্যোজাতকে মেরে ফেলার অভিযোগ তরুণীর বিরুদ্ধে খুনের মামলা। রাজধানী দিল্লির নয়া অশোক বিহার এলাকার ঘটনা। বিয়ের আগে সন্তান প্রসব করেছিলেন ওই তরুণী। সমাজ থেকে বাঁচতে ফ্ল্যাটের শৌচাগার থেকে সদ্যোজাতকে রাস্তায় ছুড়ে ফেলার অভিযোগ তার বিরুদ্ধে। রাস্তা থেকে কুড়িয়ে হাসপাতালে ওই শিশুকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবারের এই ঘটনায় ওই তরুণীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ।
২০ বছর বয়সি ওই তরুণী থাকেন নয়া অশোক বিহার এলাকার একটি আবাসনে। আবাসনের নীচে শিশুটিকে উদ্ধারের খবর পেয়ে ওই আবাসনের প্রতিটি ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ওই তরুণীর কাছে যেতেই কিছু ক্ষণ পরে তিনি কান্নায় ভেঙে পড়েন। জানান, শিশুটি তাঁরই। এর পর তরুণীর বয়ান শুনে স্তম্ভিত হয়ে যান তদন্তকারীরা।